শিক্ষা বাতায়নে বগুড়ার শেরপুরের শিক্ষক কেএম আব্দুল বারী জেলা এ্যাম্বাসেডর নির্বাচিত
_PIC-22.09_.2019_.jpg)
বাংলাদেশের অন্যতম শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল শিক্ষা বাতায়নের ICT4E এর বগুড়া জেলা এ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার আমইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কে এম আব্দুল বারী। শিক্ষক বাতায়নে তার ১৫টি কন্টেন্ট, মুক্তপাঠে ১৬৫৭০০ পয়েন্ট নিয়ে BTT MMC MMDC শ্রেনী ব্যবস্থাপনা কৌশল এবং বৃহত্তম ওয়েব পোর্টার জাতীয় তথ্য বাতায়ন কোর্সসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ কোর্স সম্পন্ন করেছেন। মাইক্রোসফট এডুকেটর এর রয়েছে ৭৫০০ পয়েন্ট। এছাড়া রয়েছে এডুকেশন বেস ইউটিউব চ্যানেল, টিচিং বেস Techingbase problem in our classroom বিষয়ক Facebook Page। বর্তমানে তার ডিকোডেবল ও লেভেল বই এর কাজ চলমান আছে। তিনি শ্রেনী কক্ষে মাল্টিমিডিয়া ক্লাস নিতে সচেষ্ট থাকেন এবং অন্যদের উদ্ধুদ্ধ করেন। তার সংগ্রহে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত এটুআই এর ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কন্টেন্ট, প্রাক প্রাথমিক এর পাওয়ার পয়েন্ট কন্টেন্ট ও কিছু মডেল কন্টেন্ট রয়েছে। এই কন্টেন্টগুলো শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বিতরণ করেন। তিনি গণিত বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি শেষ করে চাকুরী জীবন শুরু করেন। তিনি গণিত বিষয়ে উপজেলা ফ্যাসিলেটর হিসাবে কাজ করেন। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা কবিতা ও ফিচার প্রকাশিত হয়। জেলা এ্যাম্বাসেডর হওয়ায় তিনি সকলের দোয়া প্রার্থী।