পঞ্চগড়ে হতদরিদ্র মহিলাদের ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ

পঞ্চগড়ে হতদরিদ্র মহিলাদের ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ৩০ জন দরিদ্র মহিলা অংশগ্রহণ করেছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় হতদরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে কর্মসংস্থান প্রকল্পের আওতায় হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন ওই প্রশিক্ষণের আয়োজন করে।আজ রোববার ফেডারেশন কার্যালয়ে দিনব্যাপি ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পঞ্চগড় সদর উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা. মো. মোজাম্মেল হক। এসময় হাফিজাবাদ ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, আরডিআরএস’র বিজনেস প্রমোটর জামালউদ্দীনসহ ফেডারেশনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে ৩০ জন মহিলার প্রত্যেককে ২টি করে ছাগল বিনামূল্যে প্রদান করা হবে বলে ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলী জানিয়েছেন।