পাঁচবিবিতে সেপ্টিক ট্যাংক পরিস্কার করতে নেমে বাড়ির মালিকসহ ২ জনের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামে নির্মানাধীন সেপ্টিক ট্যাংক পরিস্কার করতে নেমে বাড়ির মালিক সহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো একজনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের মৃত: আমজাদ আলীর ছেলে বাড়ির মালিক নুর মোহাম্মদ ও একই উপজেলার বাঁশখুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাজ মিস্ত্রি নাঈম হোসেন ।
স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে নুর মোহাম্মদের বাড়ির নির্মানাধীন সেপ্টিক ট্যাংকের ভিতরের সাটারিং খুলতে নেমে বাড়ির মালিক সহ ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে বাড়ির মহিলাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সেপ্টিক ট্যাংকের সাইট ভেঙ্গে মৃতদেহ দুটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।