বগুড়ায় সহকর্মীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের পরিচালক গ্রেফতার

বগুড়ায় সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ক্রিয়েশন হোম কোচিং সেন্টারের পরিচালক আলী আহসান ডিউককে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে উপশহরের স্নিগ্ধা আবাসিক ২ নাম্বার রোড এলাকায় নিজ কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঝোপগাড়ীর মৃত হযরত আলীর ছেলে।
অভিযোগকারী কোচিং'র ওই নারী সহকর্মীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেছে পরিচালক আলী আহসান।
বগুড়া সদর সার্কেলের মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, অভিযুক্ত ক্রিয়েশন হোম কোচিং'র পরিচালক তার সহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। পরে ভুক্তভোগী ওই নারী বিয়ের দাবিতে আলী আহসানের বাড়িতে অবস্থান নেয়। এমন সংবাদ পেয়ে উপশহর ফাঁড়ি পুলিশের টিম রোববার দিবাগত রাতে অভিযুক্ত আলী আহসানকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোচিং এর পরিচালকের চারিত্রিক সমস্যার কারণে এর আগেও কয়েকবার সিন্ডিকেট হয়েছে। কোচিং এলাকার প্রায় সবাই তাকে খারাপ চরিত্রের মানুষ হিসেবেই চেনে। এছাড়াও অভিযুক্ত ওই পরিচালকের বিরুদ্ধে শিক্ষকদের ঠিকমত বেতন না দেওয়ারও অভিযোগ উঠেছে।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত আলী আহসানের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।