বগুড়ার তবলা শিল্পি স্বর্গীয় নিতাইয়ের পরিবারকে অনুদান প্রদান

বগুড়ার বিশিষ্ট তবলা শিল্পি স্বর্গীয় নিতাই চন্দ্রের পরিবারকে অনুদান প্রদান করা হলো। সোমবার সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দরা স্বর্গীয় নিতাই চন্দ্রের স্ত্রীর হাতে এই অনুদানের অর্থ তুলে দেন। গত জুন মাসে বগুড়ার এই বিশিষ্ট তবলা বাদক শিল্পী মারা যান। স্বর্গীয় নিতাই চন্দ্রের ছোট ভাইগুলোও তবলা শিল্পি হিসেবে পরিচিতি পেয়েছে। বগুড়া শহরের ঠনঠনিয়া বটতলার সাংস্কৃতিক বান্ধব পরিবারে তিনিই ছিলেন একজন অভিভাবক।
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নিতাই চন্দ্রের মৃত্যুর পর তার স্ত্রীর হাতে অনুদান প্রদান করা হলো। অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সহ সভাপতি মতিয়ার হমান, গৌতম কুমার দাস, আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহি সদস্য, শিরীন সুলতানা, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সুর্যোদয় ব্যায়াম সংঘের সাধারণ সম্পাদক শাহান বারীসহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।