নন্দীগ্রামে দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে সেপ্টেম্বর বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষ্যে এ প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, নন্দীগ্রাম প্রেস কাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাইজুল ইসলাম ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার প্রমুখ। এ সভায় নন্দীগ্রাম উপজেলায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।