বগুড়ায় এনজিও কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪

'উদ্দীপন' নামে একটি এনজিও'র বগুড়ার কাহালু শাখার কর্মী এস এম শাহরিয়ার (৪৫) হত্যা মামলার প্রধান আসামী রাজু আহম্মেদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বরিশাল থেকে তাদের গ্রেফতার করা হয়। কিস্তির টাকা হাতিয়ে নিতেই তাকে খুন করা হয়। এ খুনে রাজুর পরিবারের সবাই জড়িত ছিল।গ্রেফতারকৃতরা হলো-মামলার প্রধান আসামী রাজু আহম্মেদ (২৫), রাজুর বাবা আমজাদ হোসেন ওসমান (৫২), মা মর্জিনা বেগম (৪৫) ও রাজুর স্ত্রী নাজমা বেগম (২৩)। এদের সকলের বাড়ি বগুড়া সদর উপজেলার এরুলিয়ার বানদীঘি গ্রামে। এরা কাহালু উপজেলার দামাই গ্রামের মিলু হাজীর বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন।
সোমবার সংবাদ সম্মেলনে বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।গত ১৭ সেপ্টেম্বর দুপুরে আসামী রাজু তার ভাড়া বাড়িতে টাকা ও মোটর সাইকেল হাতিয়ে নেওয়ার জন্য কৌশলে এনজিও কর্মী শাহরিয়ারকে ডেকে নেন। আসামীরা শাহরিয়ারকে মাথায় ভারী শীল দিয়ে আঘাত করে মাথা থেতলে ও শ্বাসরোধ করে হত্যা করে। এরপর শাহরিয়ারের ব্যাগে থাকা ৪৩ হাজার টাকা ও মোটর সাইকেল হাতিয়ে নেয়। পরে শাহরিয়ার লাশ ঘরের ভিতরে বস্তায় পেচিয়ে রেখে পালিয়ে যায় আসামীরা। পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে বরিশালের মুলাদী এলাকায় রাজুর আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীরা দোষ স্বীকার করেছেন। সোমবার গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।