বিরামপুর হাসপাতালে অ্যাডভোকেসী সভা
১লা অক্টোবর থেকে জাতীয় কৃমি সপ্তাহ পালন উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেঃ) বিরামপুর হাসপাতালে স্বাস্থ্য কর্মী, প্রশাসন ও জনপ্রতিনিধি ও মিডিয়া কর্মীদের নিয়ে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, প্রেসক্লাবের আহবায়ক একেএম শাহজাহান, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল, এমটি ইপিআই মাসুদ রানা, পরিসংখ্যান কর্মকর্তা মোকছেদ আলী প্রমূখ।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি