সাপাহারে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংলাপ
.jpg)
নওগাাঁর সাপাহারে বাল্যবিবাহ,নারী নির্যাতন ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব নুরল হক মাষ্টার এর সভাপতিত্বে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠিতকরণ, নারী অধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং নির্যাতন ও সহিংসতা বন্ধের লক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে সংলাপ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মনিরুল ইসলাম মনির, উপজেলা ফ্যামেলি প্লানিং অফিসার আব্দুর রহমান, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার সাহারা বানু,ফিল্ড সুপার ভাইজার ডাসকো ফাউন্ডেশন প্রকল্প ভানু রায়, এফ,এফ গোলাম রব্বানী প্রমূখ। এসময় বিভিন্ন এলাকার নারী নের্তৃবৃন্দ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।