পত্নীতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত

নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নন্দ হালদার (৩৮) নামের এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
জানা যায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপজেলা সদর নজিপুর পৌর এলাকার পুঁইয়া নামক একটি প্রেট্টোলপাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাছ বিক্রেতা নন্দ হালদার উপজেলার নজিপুর পৌর এলাকার মামুদপুর উত্তরপাড়ার মৃত মতি হালদারের পুত্র।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সাইকেল আরোহী মাছ বিক্রেতা নজিপুর বাস্ট্যান্ড দিকে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি বেপোরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পত্নীতলা থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও নিহতের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে।