জয়পুরহাটে ৬ দফা দাবিতে জাসদের স্মারক লিপি প্রদান
দেশে সু-শাসন, আইনের শাসন প্রতিষ্ঠা, জঙ্গীবাদ, নাশকতা, মাদক নির্মূল ও পুলিশের ভাবমুর্তি উজ্জলসহ ৬ দফা দাবিতে জয়পুরহাটে লিফলেট বিতরণ ও স্মারক লিপি প্রদান করেছে জয়পুরহাট জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।
আজ মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে জয়পুরহাট পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন জাসদের নেতাকর্মীরা।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম এর কাছে স্মারকলিপি প্রদান করেন, জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এসময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আমেজ উদ্দীন, জাসদ নেতা গোলজার হোসেন, কুতুব উদ্দীন ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।