বগুড়ায় মিললো কয়েক বস্তা ছেঁড়া টাকা

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা খাওড়া ব্রিজ সংলগ্ন খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েক বস্তা ছেঁড়া টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, জানা গেছে উদ্ধার হওয়া ছেঁড়া টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের রিজেক্ট বা বাতিল টাকা। সোমবার দিনগত রাতে ট্রাকে করে সিটি করপোরেশনের লোকজন ছেঁড়া টাকাগুলো এখানে ফেলে গেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে খাওড়া ব্রিজ সংলগ্ন খালপাড়ে কয়েকটি বস্তায় বিপুল পরিমাণ ছেঁড়া টাকা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে।