পেট্রোম্যাক্স এলপিজি’র উদ্বোধন বগুড়ায় তৈরি হচ্ছে দেশ বিদেশের মান সম্পন্ন টাইলস্

বগুড়ার শাজাহানপুরের গন্ডগ্রামে পা-ওয়াং সিরামিক লিমিটেড এর টাইলস্ কারখানায় কয়লার পরিবর্তে জ্বালানী হিসেবে পেট্রোম্যাক্স এলপিজি সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফলে এখন থেকে বগুড়ায় তৈরি হবে দেশ-বিদেশের মান সম্পন্ন অত্যাধুনিক টাইলস্।
মঙ্গলবার পা-ওয়াং টাইলস্ কারখানায় আনুষ্ঠানিক ভাবে পেট্রোম্যাক্স এলপিজি সরবরাহের উদ্বোধন করেন ইয়্যূথ গ্রুপের চেয়ারম্যান রেজ্জাকুল হায়দার। পা-ওয়াং সিরামিক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক এস.এম মাহবুব আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোম্যাক্স এলপিজি’র পরিচালক আনিছ সালাহ্ উদ্দিন আহম্মেদ, নাফিজ কামাল, চীফ অপারেটিং অফিসার ফিরোজ আহম্মেদ, সিনিয়র ম্যানেজার রফিকুল হাসান, ডেপুটি ম্যানেজার আল আমিন খান জুয়েল, সিনিয়র এক্সিকিউটিভ মুরাদ রহমান, ব্রান্ড ম্যানেজার আসমা আব্দুল্লাহ্, পা-ওয়াং সিরামিক লিমিটেড’র পরিচালক এ.বারী, সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার বেলালুজ্জামান প্রমুখ।
পা-ওয়াং সিরামিক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক এস.এম মাহবুব আলম জানিয়েছেন, ২০১৭ সালে বগুড়ার গন্ডগ্রামে পা-ওয়াং সিরামিক কারখানাটি স্থাপিত হয়। শুরুতে এ কারখানায় জ্বালানী হিসেবে কয়লা ব্যবহার করা হতো। এতে একদিকে উৎপাদন খরচ বেশি হতো। অপরদিকে পণ্যের গুণগত মান ভাল হতো না। ফলে প্রতিযোগিতার বাজারে স্থান পাওয়া যেত না। তাই গুণগত মান সম্পন্ন টাইলস্ তৈরি করতে পা-ওয়াং টাইলস্ কারখানায় পেট্রোম্যাক্স এলপিজি’র সরবরাহ নিশ্চিত করা হলো। এখন থেকে বগুড়ায় উৎপাদিত টাইলস্ দেশের বাজারে কদর পাবে এবং বিদেশেও রপ্তানী যোগ্য হবে।