গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমে চাল,ডাল,তৈল,লবন বিতরন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমে বুধবার সকালে এপেক্স ক্লাব গোবিন্দগঞ্জের উদ্যোগে সার্ভিস প্রোগ্রামের আওতায় চাল,ভাল,তৈল,লবন বিতরন করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাবের জেলা 7এর গভর্নর এপে: খন্দকার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।। এপেক্স ক্লাব গোবিন্দগঞ্জের প্রেসিডেন্ট এপে: শাহারুল ইসলাম টিটুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক এপে: আসাদুজ্জামান উল্লাস, এপে: ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রাজু, এপে: জিল্লুর রহমান সরকার, এপে: মিজান,মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমের সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক শামছুজোহা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।