নন্দীগ্রামে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের হলরুম নির্মাণ কাজ উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রামে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের হলরুম নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গত ২৪ শে সেপ্টেম্বর দুপুর ১২ টায় কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় চত্বরে এ হলরুম নির্মাণ কাজ উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ খান রনি। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মজনুর রহমান, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কুমিড়া পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহাফুজার রহমান ও আওয়ামীলীগ নেতা শামীম শেখ প্রমুখ।