গাজীপুরে দম্পতিকে কুপিয়ে হত্যা

গাজীপুর শহরে ঘরে ঢুকে এক দম্পতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন বসুগাঁও এলাকার তারা মিয়ার ছেলে আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার এসআই মো. নূরুজ্জামান জানান, শহরের পূবাইল থানার বসুগাঁও এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
এসআই নূরুজ্জামান বলেন, বুধবার রাতে ঘরের ভেতর ঢুকে কে বা কারা কালাম ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয়রা তাদের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানালেও হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
এসআই বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
সংশ্লিষ্ট সংবাদ: গাজীপুর, কুপিয়ে হত্যা
১৭ জুন, ২০১৯
২৩ জুন, ২০১৯
২৬ জুন, ২০১৯
৬ জুলাই, ২০১৯
৮ জুলাই, ২০১৯
১০ জুলাই, ২০১৯