পোরশায় ১৫হাজার তালবীজ রোপণের উদ্বোধন

নওগাঁর পোরশায় ১৫হাজার তালবীজ রোপণের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শিশা বাগানবাড়ী এলাকায় স্থানীয় গৌতম ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তালবীজ রোপণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মাহফুজ আলম, মর্শিদপুর ইউপি চেয়ারম্যান শাহাদদ হোসেন শাহ্ ।
এসময় উপস্থিত ছিলেন গৌতম ফাউন্ডেশনের চেয়ারম্যান গৌতম সাহা, সাংবাদিক এম রইচ উদ্দিন ও ডিএম রাশেদ প্রমুখ। গৌতম ফাউন্ডেশনের উদ্যোগে এবছর শিশা বাগানবাড়ী থেকে মোল্লাপাড়া মোড় আড়াই কি: মি: ও শিশা বাগানবাড়ী থেকে বালিচাঁন পর্যন্ত দুই কি: মি: রাস্তার দু’ধারে ১৫হাজার তালবীজ রোপন করা হচ্ছে।
এর আগে গত চার বছরে এই ফাউন্ডেশনের উদ্যোগে মর্শিদপুর ইউপির বিভিন্ন রাস্তার দু’ধারে ৪০হাজার তালবীজ রোপণ করা হয়েছে বলে জানাগেছে।