বিরামপুরে ফেন্সিডিলের চালানসহ তিন মাদক ব্যবসায়ী আটক

বিরামপুরে প্রাইভেটকার ও ব্যাগে করে ফেন্সিডিল পাচারের অভিযোগে থানা পুলিশ ২শ ৭০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
বিরামপুর থানা ওসি মনিরুজ্জামান জানান, ভারত থেকে পাচার করে আনা ফেন্সিডিল বহনের সংবাদ পেয়ে পুলিশ বিরামপুর দক্ষিণ রেলগেটে অবস্থান নেয়। এসময় পুলিশ একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্রোঃ গ-২১-৭৬২৬) আটক করে তল্লাশীকালে ২৫০ বোতর ফেন্সিডিল উদ্ধার করেন। এঘটনায় কার থেকে দু’জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুর কোতয়ালী থানার পশ্চিম আলিপুরের শফিউলের পুত্র আনিছুর রহমান (৩১) ও বাগেরহাট শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের খলিলুর রহমানের পুত্র সুমন (২৫)। একই রাতে পুলিশ সীমান্ত এলাকার কাটলা কলেজ গেট থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ মাসুদ রানাকে (৩০) আটক করেন। সে উপজেলার উত্তর দাউদপুর গ্রামের সামসুদ্দিনের পুত্র। এব্যাপারে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
থানার ওসি মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স চ্যালেঞ্জে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কোন ছাড় দেয়া হবেনা।