কোন মিথ্যা অপপ্রচার স্বেচ্ছাসেবক লীগের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে পারবে না: ভিপি সাহীন
গতকাল সকাল ১১ টায় বগুড়া শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উত্তর শাখা কর্তৃক আয়োজিত, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি এ্যাডঃ মোল্লা মোহাম্মাদ আবু কাওছার’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জেলা শাখার সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন বলেন, ডাকসুর সাবেক নেতা, তৃনমূল থেকে বেড়ে ওঠা ছাত্রনেতা থেকে জননেতা,কেন্দ্রীয় কমিটির সফল সভাপতি’র বিরুদ্ধে ঘৃণ্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। ওয়ান ইলেভেন তত্বাবধায়ক সরকারের অধীনে যার নেতৃত্বে সারা বাংলাদেশের রাজপথ প্রকম্পিত করেছিল এবং বন্দীশালার শিকল ভেঙ্গে জননেত্রী শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্ত করেছিল সেই মহান নেতা এ্যাডঃ মোল্লা মোহাম্মাদ আবু কাওছার’র বিরুদ্ধে কোন মিথ্যা অপপ্রচার সহ্য করা হবে না।তিনি আরো বলেন সাংবাদিক বন্ধুগণ সত্য সংবাদ পরিবেশন করুন, আর মিথ্যাকে বর্জন করুন। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত সহ আরো নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন শহর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান মন্টি ও সাধারন সম্পাদক লিটন শেখ প্রমুখ।