পঞ্চগড় প্রেসক্লাবের উদ্যোগে মহিলা সংসদ সদস্য জাকিয়া তাবাস্সুমকে সংবর্ধনা

বৃহত্তর দিনাজপুরের মহিলা সংসদ সদস্য জাকিয়া তাবাস্সুমকে পঞ্চগড় প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন দিনাজপুরের সিনিয়র আইনজীবী ও লেখক মাজহারুল ইসলাম সরকার,পঞ্চগড়ের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আমিনুর রহমান, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাকিয়া তাবাস্সুম তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এখন বাংলাদেশ।অনেক সূচকে বাংলাদেশ আজ পার্শ্ববর্তি দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে। শেখ হাসিনার উদ্যোগে অনেক মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে।সরকারের এই মেয়াদেই এসকল মেগা প্রকল্পের সুফল ভোগ করবে দেশের মানুষ।তিনি আরও বলেন, আমার বাবা সাবেক এমএনএ মরহুম এ্যাডভোকেট আজিজুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনিত করেছেন। তাই আমার মেয়াদকালে আমি চেষ্টা করব বৃহত্তর দিনাজপুরের মানুষের সেবা করার।