ছুটির দিনেও খোলা হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম। বাজারে পেঁয়াজ সরবারহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও আমদানি-রফতানি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন, হিলি পানামা পোর্ট লিংকের কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
তিনি আরও জানান, আজ শুক্রবার ছুটির দিনেও বন্দরে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের আবেদনের পেক্ষিতে আজকে বন্দরের সকল কার্যক্র চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার বিকেলে এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন একটি চিঠিতে হিলি কাস্টমসের নিকট বন্দর খোলা রাখার আবেদন করেন।
হিলি বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান,শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আগামী ২ থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্দরে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রফতানিকারকরা।
টানা ১০ দিন বন্ধ থাকবে বন্দরে আমদানি-রফতানি। পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে এবং পুজার আগে ভারতে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলো দেশে প্রবেশ করতে শুক্রবার বন্দর খোলা রাখার আবেদন করা হয়েছিল। হিলি পানামা পোর্ট ও হিলি স্থল শুল্ক স্টেশন কতৃপক্ষ ব্যবসায়ীদের আবেদন মঞ্জুর করেছে।