বীরগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম ও চেক বিতরন
_.jpg)
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন,‘আদিবাসীরা সমাজের একটি অংশ। জননেত্রী শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে সরকার বদ্ধপরিকর তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের এগিয়ে নিয়ে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে জাতীয় সংসদ সদস্য ঐচ্ছিক তহবিল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চেক ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে পাওয়ার টিলার এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি ৮৩ জনের মাঝে ১ লাখ ৭২ হাজার টাকা জাতীয় সংসদ সদস্য ঐচ্ছিক তহবিলের চেক ও ১১টি মসজিদ, মন্দিরে ১ লাখ ৬০ হাজার টাকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চেক, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে দুটি পাওয়ার টিলার এবং মাধ্যমিক পর্যায়ের ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া খাতুন, পৌর মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোবিন চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বৃষ্টি আক্তার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দীপ্ত জীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী প্রমুখ।