বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন কৃতি ক্রীড়াবিদ সম্মাননান আজ

বগুড়ার প্রাক্তন ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করতে যাচ্ছে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন। আজ শনিবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে তন্ময় কমিউনিটি সেন্টারের সহযোগিতায় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রীড়াবিদ হিসেবে সম্মানিত হবেন জলিলুর রহমান জলিল, প্রাক্তন ক্রীড়াবিদ যথাক্রমে ফুটবলার তোফাজ্জল হোসেন কবিরাজ, ক্রিকেটার ফজলুল হক মুরাদ (মরোনত্তর), ফুটবলার বরুন কুমার দাস, ব্যাডমিন্টনে আজিজুল হক, ক্রিকেটে শহিদুল ইসলাম। এইবারই প্রথমবারের মত স্ব সংগঠক পুরস্কার পাচ্ছেন প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু ও প্রতিষ্ঠাতা সহ সভাপতি জহুরুল ইসলাম। স্ব সংগঠক পুরস্কার প্রতি বছরই প্রদান করা হবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বগুড়া প্রেসকাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, বগুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ আলিম ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।