নন্দীগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
.jpg)
বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে ২৮ শে সেপ্টেম্বর দুপুর ১২ টায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামীলীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, নাজমুল হুদা, শামীম শেখ, কালিপদ সরকার, সোহেল রানা সোহাগ ও আফতাব আলী প্রমুখ। অপরদিকে দুপুর সাড়ে ১২ টায় ছাত্রলীগ নেতা তুহিন আহমেদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা আল-জাহিদ, মেজবাহুর রহমান, নাজমুস সাকিব কৌশিক, রবিউল আলম, আব্দুল্লাহ আল রোমান, মামুনুর রশিদ, হাবিবুর রহমান, সিয়াম ও লিমন প্রমুখ।