বগুড়া ওয়াইএমসিএ’র কৌশলপত্র প্রণয়নমূলক কর্মশালা

বগুড়া ওয়াইএমসিএ’র পঞ্চবর্ষ মেয়াদী কর্মকৌশলপত্র প্রণয়নমূলক কর্মশালা সংস্থার পলবেসরা অডিটোরিয়ামে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মিঃ দিলীপ মারান্ডির সভাপতিত্বে সংস্থার বিগত সময়ের অর্জন, সাফল্য ও ব্যর্থতাগুলো প্রজেক্টরের মাধ্যমে সদস্যদের মাঝে প্রতিবেদন আকারে তুলে ধরেন নির্বাহী পরিচালক ও সাধারন সম্পাদক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি। আগামী পঞ্চবর্ষ মেয়াদে কৌশলপত্র প্রণয়নের নিমিত্তে সদস্যদের গ্রুপ ভিত্তিক পর্যালোচনা ও সুপারিশ সমূহ গ্রহন করা হয়। এসময় সংস্থার উন্নয়নের স্বার্থে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল, সহ-সভাপতিদ্বয় ডাঃ রিটা মন্ডল, বুলবুল ব্যাপারী জর্জেট, ট্রেজারার মিঃ টমাস অর্পন মন্ডল সহ প্রমূখ।
সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া ,ওয়াইএমসিএ
৬ আগস্ট, ২০১৯
১৪ সেপ্টেম্বর, ২০১৯
২১ সেপ্টেম্বর, ২০১৯
২১ অক্টোবর, ২০১৯