গোবিন্দগঞ্জে দুই সন্তানের জননী দেড় বছরের সন্তান সহ নিখোঁজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী শাহজাদী বেগম দেড় বছরের সন্তান সহ নিখোঁজ হয়েছে।
জানা গেছে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ খামার গ্রামের ছাইদুল ইসলামের মেয়ে শাহজাদী বেগমের সাথে হরিরামপুর ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের প্রায় ১০/১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর সংসার ভালই চলছিল। এরই মাঝে আনারুল শাহজাদীর ঘরে জন্ম নেয় দুটি সন্তান। জীবিকার তাগিদে আনারুল বছর আগে ঢাকায় চাকরির জন্য যায়। স্বামী ঢাকায় থাকার কারনে শাহজাদী তার বাবার বাড়ী রাখালবুরুজ খামার গ্রামে বসবাস করত। ঘটনার দিন গত ১২ই সেপ্টেম্বর শাহজাদী তার বাবার বাড়ী থেকে তার মেয়ে সিনহা রত্নাসহ সহ নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে তাদেরকে খোঁজাখুজি অব্যাহত আছে। এ বিষয়ে নিখোঁজ শাহজাদীর স্বামী আনারুল গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করেছেন।