ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির আহবায়ক কমিটি গঠন
ঢাকায় বসবাসরত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর প্রাণের সংগঠন গোবিন্দগঞ্জ সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে পল্টন মোড়ে অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় আগামী সম্মেলন করার লক্ষে সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি গঠন করা হয়। গঠিত আহবায়ক কমিটি আগামী ডিসেম্বরের মধ্যে সার্বজনীন সম্মেলন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
গোবিন্দগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাবেক তত্ববধায়ক পানী উন্নয়ন বোর্ড প্রকৌশলী হাসান মোস্তফা চৌধুরী রবি আহবায়ক,স্থানীয় সরকার মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব আল আমিন সরকার যুগ্ম আহবায়ক ও সৌরভ সাহাকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এর আগে ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার খসরু লাবলুর সভাপতিত্বে কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির মহাসচিব ড. ইবনে আজিজ মো. নুরুল হুদা ফরহাদ, সহ সভাপতি আব্দুর রউফ দুদু, যুগ্ম মহাসচিব আল আমিন সরকার, অর্থ সম্পাদক হারেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৌরভ সাহা, সমিতির নেতা আবু সালেহ বেলাল, আনিছুর রহমান, সোহেল রানা, সানাউল হক সনি প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কেন্দ্রিয় কমিটি বিলুপ্ত করে সম্মেলন করার লক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই সাথে গোবিন্দগঞ্জ শাখা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।