পঞ্চগড়ের বোদায় মালিকানা সম্পত্তির দোকান পাট উচ্ছেদ করে সুপার মার্কেট নির্মাণের অভিযোগ

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের নতুনহাট বাজারে সুপার মার্কেট হওয়ার নামে ক্ষুদ্র দোকান মালিকদের উচ্ছেদের অভিযোগ উঠেছে।
ক্ষুদ্র দোকান মালিকদের দাবি, দলিলমূলে ক্রয় সূত্রে ওই দোকানগুলো গড়ে তুলেছেন তারা। কোন নোটিশ না দিয়েই ইউপি চেয়ারম্যান ও তার লোকজন তাদের দোকান ঘর ভেঙে সরিয়ে নিতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন তারা। এ বিষয়ে তারা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এমনকি এ বিষয়ে একটি মামলাও চলমান রয়েছে আদালতে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সুপার মার্কেট নির্মাণের মাপযোগ করার সময় স্থানীয় দোকানদাররা জানতে পারেন তাদের দোকানগুলোর স্থানে সুপার মার্কেট নির্মিত হবে। এমনকি তাদের না জানিয়ে এবং কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে গোপনে অনেক আগেই ওই জমি হাট পেরিফেরির অন্তর্ভূক্ত করা হয়েছে। ওই স্থানে সুপার মার্কেট নির্মিত হলে ক্রয় সূত্রে মালিকানা থাকায় কমপক্ষে ৭৫টি দোকানের মালিক ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন। তাদের অভিযোগ ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় জোরপূর্বক প্রশাসন তাদের উচ্ছেদ করছে।
প্রশাসনকে সহযোগিতা করছেন স্থানীয় চেয়ারম্যানসহ প্রভাবশালীরা। ভুক্তভোগীদের দাবি, আদালতের মামলা মিমাংসা না হওয়া পর্যন্ত যেন তাদের উচ্ছেদ না করা হয়। আর যদি উচ্ছেদ করতেই হয় তাহলে প্রত্যেক দোকান মালিককে যেন উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হয়।
সরকারের গ্রামীণ হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় একটি প্রত্যন্ত হাটে সুপার মার্কেট নির্মাণ কাজ শুরু করেছে সরকার। এই প্রকল্পের আওতায় সম্প্রতি ঝলই শালশিরি নতুন হাটে একটি বহুতল সুপার মার্কেট নির্মাণ শুরু করে এলজিইডি।
জমির মালিকরা জানান, হঠাৎ করে এ মাসের শুরুর দিকে বোদা উপজেলা পরিষদ থেকে জমি ছেড়ে দেয়ার কথা জানানো হয়। নির্ধারিত তারিখও বেধে দেয়া হয়। অধিগ্রহণ ব্যাতিত দোকান পাট সরিয়ে নেয়ায় অস্বীকৃতি জানালে উপজেলা প্রশাসন গত শুক্রবার দুপুরে দোকান পাট ভেঙ্গে দেয়া শুরু করে।
১৫ শতক জমির মালিক সফিকুল আলম জানান, ১৯৯৮ সালে এই জমিটি আমি ক্রয় করি। সব ধরনের কাগজপত্র আছে। এমনকি সাম্প্রতিক জমির মালিকানা নির্ধারণেও আমার নামে ডিবি খতিয়ান হয়েছে। তারপরও অধিগ্রহণ না করে আমার জমিতে নির্মিত দোকান পাটগুলো ভেঙ্গে দেয়া হয়েছে। কয়েকজন সরকারি কর্মকর্তা কর্মচারী ভূয়া কাগজপত্র তৈরী করেছে। মার্কেট তৈরীর বৃহত্তর স্বার্থে যথাযথ ক্ষতিপুরন দিয়েই সরকারের জমিটি অধিগ্রহণ করার দাবি জানান তিনি।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, যে জমিটি তারা মালিকানা দাবি করছে সেটি হাটের জমি। প্রতি বছর ইজারা দেয়া হচ্ছে। ১৯৯৯ সালেই তা হাট পেরিফেরির অন্তর্ভূক্ত হয়। এখন ওই জমিতে সরকারিভাবে সুপার মার্কেট হবে। অল্প কিছু সুবিধাবাদী দোকানদার বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উল্টোপাল্টো কথা বলছে।
এ ব্যাপারে বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদুল হাসান জানান, কোন মালিকানা জমিতে সরকারি কোন স্থাপনা তৈরি করা হচ্ছে না। সরকারের ১ নম্বর ক্ষতিয়ানভুক্ত খাস জমিতেই মার্কেট নির্মান করা হবে। যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করেই মার্কেটের জায়গাটি খালি করা হচ্ছে।