লাল সবুজ বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দিনাজপুরের হিলি থেকে প্রকাশিত সাপ্তাহিক লাল সবুজ বার্তা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার রাতে হাকিমপুর প্রেসক্লাবে পত্রিকার প্রকাশক ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সুচনা করেন।
এ সময় উপজেলা আওয়ামীগের সভাপতি এমদাদুল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শহিন, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, লাল সবুজ বার্তার সম্পাদক হালিম আল রাজি , হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।