পিরোজপুরে ফেনসিডিল ও বিপুল পরিমাণ টাকাসহ স্কুলশিক্ষক গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলা থেকে ফেনসিডিল ও বিপুল পরিমাণ টাকাসহ এক স্কুলশিক্ষক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের ঝাটকাঠী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ পাঁচ লাখ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন স্কুলশিক্ষক মো. মশিউর রহমান খান শুভ (৩২) ও তার সহযোগী সঞ্জয় কুমার বসু (২৮)। মশিউর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের বড়জলা গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে ও সঞ্জয় পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের আলমকাঠী এলাকার রণদেব কুমার বসুর ছেলে।
পিরোজপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, স্কুলশিক্ষক শুভ নিজ বাড়িতে বসে ফেনসিডিল বেচাকেনা করছেন এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ চার লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, আটককৃত স্কুলশিক্ষক মশিউর রহমান শুভ দীর্ঘদিন ধরে শহরে ফেনসিডিল বেচাকেনাসহ সেবন করে আসছেন। আটককৃত মশিউর পিরোজপুরের সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ মনোনীত প্যানেলের নির্বাচিত সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমানে উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের জিএস এমডি মেজবা উদ্দিন সাবুর ভাই।
প্রসঙ্গত, গেল শুক্রবার দুপুরে শহরের বাইপাস এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পশ্চিম পাশ থেকে ৭৯০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করা হয়।