সারিয়াকান্দি থেকে নিঁখোজ যুবতীর আদালতে আত্মসমর্পন,বেড়িয়ে এলো আসল রহস্য

গত ২৭শে আগষ্ট মঙ্গলবার নিজ বাড়ী থেকে নিখোজ হন বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের প্রনব রায় চৌধুরির কন্যা শর্মিষ্টা রায় চৌধুরি (১৯)। পরে তার বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় সন্দেহ ভাজন ২জন কে আসামী করে একটি অপহরন মামলা দায়ের করেন। পরে এই ঘটনায় জরিত সন্দেহে মামলায় উল্যেখিত আসামী একই এলাকার ছাইদুল ইসলামের ছেলে আশিক মিয়া (১৯) কে আটক করে জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ।
তার কিছুদিন পরে একটি দৈনিক খবরের কাগজে এফিডেভিড ঘোষনার মাধ্যমে প্রকাশ পায় যে, শর্মিষ্টা তার নিজ হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন এবং নিজ নাম পরিবর্তন করে মোছাঃ নাফিছা আক্তার সুরভী রাখিয়ছেন। সেই সুত্রে আরো জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী এলাকার রবিউল হাসানের ছেলে স্বপ্নীল আহমেদ (২২) এর সাথে ঐ যুবতীর দির্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। তারই জের ধরে বাড়ী থেকে ভালোবাসার টানে অজানায় পারি জমান তারা দুজন।
তারা উভয়ই প্রাপ্ত বয়স্ক হওয়ায় কাজী অফিসে গিয়ে আইন এবং ধর্ম মোতাবেক দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দির্ঘ সময় নিখোজ থাকার পরে ৩০শে সেপ্টেম্বর সোমবার বগুড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করেন কথিত অপহরন মামলার ভিকটিম শর্মিষ্টা রায় চৌধুরি/ নাফিছা আক্তার সুরভী এবং স্বপ্নীল আহমেদ । পরে স্বপ্নীল আহমেদ কে হাজতে আটক রেখে ঐ যুবতীকে মেডিকেল পরিক্ষা এবং জবান বন্দির জন্য সারিয়াকান্দি থানায় নিয়ে আসার ফয়সালা দেয় আদালত।
সারিয়াকান্দি থানায় কথোপেকথনের সময় ভিকটিম শর্মিষ্টা রায় চৌধুরি/ নাফিছা আক্তার সুরভী বলেন, আমাকে কেহ অপহরন করেনি। আমি ভালোবাসার টানে নিজ ইচ্ছায় একজন কে বিয়ে করেছি এবং তার সাথে নিজেই চলে গেছি।এই ঘটনায় জরিত সন্দেহে আটক আশিক মিয়ার মা গোলাপী বেগমে বলেন, আমার ছেলে কোন অন্যায়ের সাথে জরিত নয়। আমরা গরিব বলে তাকে প্রতিহিংসা মুলক ভাবে মামলায় ফাসানো হয়েছে। যে ছেলের সাথে শর্মিষ্টার সম্পর্ক তাকে আমার ছেলে চিনে না। আমি প্রশাসন এবং সবার কাছে আবেদন করি আমার সন্তান কে যেন এই মিথ্যা মামলা থেকে মুক্তি দেয়া হয়। এই ঘটনায় জরিত স্বপ্নীল আহমেদ এর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জার্নালবিডি২৪ এর প্রতিনিধি কে বলেন, মেয়েটি নিখোজের পরে থানায় একটি অপহরন মামলার পেক্ষিতে আমরা সন্দেহজনক ভাবে একজন কে আটক করি এবং ঘটনার তদন্ত অব্যাহত রেখেছি। উভয় যুবক যুবতি আদালতে আত্মসমর্পন করায় আদালতে ভিকটিমের জবানবন্দি এবং মেডিকেল রিপোর্ট সমেত আদালতে সোপর্দ করা হবে। বিভিন্ন দিক বিবেচনা করে মহামান্য আদালত ফয়সালা দিবেন।