দূর্গাপুজা উপলক্ষে হাকিমপুরে জিআর’র চাল বিতরণ

হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্জাপুজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের ২০ টি পুজা মন্ডবে সরকারী অনুদান ( জিআর) এর বিতরণ করা হয়েছে।সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিনসহ অনেকে উপস্থিত ছিলেন। এবার প্রতিটি পুজামন্ডবে ৫শ কেজি করে চাল ও নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করেন সংসদ সদস্য শিবলী সাদিক।