সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন
_30-09-19.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে সোমবার বিকেলে বগুড়া জেলা ছাত্রলীগ নেতা ও আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক তৌহিদ আহমেদের উদ্যোগে আজিজুল হক কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।বৃক্ষরোপন কর্মসূচিতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি আসলাম হোসেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের মাসুদুর রহমান, জাকারিয়া, রোমান মহিদুল, সাফিউল ইসলাম সাফি,তুহিন, মেজবা, শুভ, রফিকসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা ছাত্রলীগ নেতা তৌহিদ আহমেদ জানান, আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নানা ধরণের কর্মসূচি গ্রহন করা হয়েছে।তারই অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হচ্ছে। কলেজ প্রাঙ্গনের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক গাছ রোপন করা হবে বলেও জানান তৌহিদ আহমেদ।