নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ উদ্বোধন
.jpg)
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ উদ্বোধন করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর বেলা ২ টায় নন্দীগ্রাম উপজেলার বিজরুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ উদ্বোধন করেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশুতোষ কর্মকার, সহকারী প্রকৌশলী মাহিনুর ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম প্রেস কাবের সভাপতি নাজমুল হুদা, বিএনপি নেতা আলাউদ্দিন, কাউন্সিলর বেলায়েত হোসেন আদর ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল প্রমুখ।