নন্দীগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‘‘কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে সকাল ১০ টায় একটি র্যালি বের হয়। এরপর নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, প্রধান শিক্ষক ফজলুর রহমান, জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার চেয়ারম্যান মাহফুজা চৌধুরী ও নন্দীগ্রাম প্রেস কাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল প্রমুখ।