জয়পুরহাট-জামালগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের দীর্ঘ দিনের বেহাল দশা ও এলাকাবাসীর ভোগান্তি দূর করতে, দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বদলীয় সচেতন নাগরিক সমাজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের জামালগঞ্জ রোডের নতুনহাট চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হোসেন হিমু, জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান মোস্তাকুল ইসলাম মোস্তাক, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান বাবুল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্যরা।আগামী সাত দিনের মধ্যে এ সড়কটি মানুষ ও যানচলাচলের উপযোগী না হলে বৃহত্তর কর্মসূচী দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা।
সংশ্লিষ্ট সংবাদ: জয়পুরহাট-জামালগঞ্জ ,মানববন্ধন
২৪ আগস্ট, ২০১৯
১৫ সেপ্টেম্বর, ২০১৯
১৯ সেপ্টেম্বর, ২০১৯
২৬ সেপ্টেম্বর, ২০১৯
২৮ সেপ্টেম্বর, ২০১৯