শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়ন বিএনপি সম্পাদকের মৃত্যুতে ইউপি চেয়ারম্যানের শোক প্রকাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এর মৃত্যুতে ইউপি চেয়ারম্যান গভীর শোক প্রকাশ করেছেন।
উপজেলার সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (৫৯) শনিবার ভোড় ৫টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, ইন্না.............রজিউন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে-স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৫ বছর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি গ্রাম্য গ্রাম্য ডাক্তার ও সৈয়দপুর কোড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীণ বিএনপি নেতা মাহমুদ হাসান তৌফিক। এ
ছাড়াও শোক প্রকাশ করেছেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকসহ প্রমূখ। বিকাল ৫টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।