গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ নাবিল পরিবহনের একটি বাস আটক ও তিন আসামি গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও এর রানীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জ মায়ামনি মোড়ে আটক পূর্বক তল্লাশি করে ১০ টি সিটের নিচ হতে টেপ দিয়ে মোড়ানো ১০টি প্যাকেট যাতে মোট ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশের একটি টিম।
নাবিল পরিবহনের বাসটি আটক এবং এ সংক্রান্তে নাবিল পরিবহনের ড্রাইভার আসামী শাকিল (২৫), সুপারভাইজার ফজলে রাব্বী (২২) ও হেলপার লাভলু মিয়া(২২)কে গ্রেফতার করা হয়।
এই চক্রটি দীর্ঘদিন হতে যাত্রীদের অজান্তে সিটের নিচে করে ফেনসিডিল ঢাকা নিয়ে যাচ্ছিলো। উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।