বিরামপুরে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১
দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযানে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩। আটককৃত আসামী দিনাজপুরের হাকিমপুর থানার দেবখন্ডাগ্রামের আব্দুল মালেকের ছেলে আক্তারুল হোসাইন।
র্যাব-১৩ জানায়, আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা উপজেলার বিসকিনি গ্রামে অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ আক্তারুলকে হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে। পরে বিরামপুর থানা প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আক্তারূলকে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে।