প্রকাশিত : ৯ অক্টোবর, ২০১৯ ২০:৫৪

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৯০ বোতল ফেনসিডিলসহ চার্জার ভ্যান জব্দ!

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৯০ বোতল ফেনসিডিলসহ চার্জার ভ্যান জব্দ!

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একটি মাদকদ্রব্য বহনকারী ব্যাটারী চালিত ভ্যানগাড়ি জব্দ করেছে।পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, ০৯ অক্টোবর বুধবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ ভুটিয়াপাড়া বিওপি'র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৫/৫-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াচর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারী চালিত ১টি ভ্যান হতে ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সম হয়। যার সিজার মূল্য-৭৬,০০০/- টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য বহনকারী ব্যাটারী চালিত ভ্যানটি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

উপরে