শিশু কাওছারের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন
 
চাঁদের মত ফুটফুটে শিশু মোঃ সারোওয়ার আহম্মেদ (কাওসার)। বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার শ্মশানকান্দি গ্রামে ব্র্যাক পরিচালিত স্কুলে পড়ছে। বয়স পাঁচ বছর। তার বাবা আবুল কালাম মোল্লা। তিনি বগুড়া পৌরসভার কনজারভেন্সি শাখার চুক্তি ভিত্তিক লেবার। অনেক স্বপ্ন আর আশা নিয়ে পড়াশুনা শুরু করেছে কাওছার। কিন্ত জীবনের শুরুতেই কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে জীবনের আলো নিভিয়ে যেতে বসেছে তার। কাওছারের জন্মগত ভাবে একটি হার্ট ফুটো। কাওছার এখন প্রায়ই অসুস্থ্য থাকে। চিকিৎসার পর তার একটি হার্টে ফুটো ধরা পড়েছে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ শিবলী হায়দার এর কাছে প্রথমে সে চিকিৎসা করে। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ্য না হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ডাক্তার মোঃ শফিকুল ইসলামের কাছে তাকে চিকিৎসা করানো হয়। ডাক্তার পরীক্ষা নীরিক্ষা করানোর পর নিশ্চিত হন তার হার্টে ফুটো রয়েছে। তার সুস্থ্যতার জন্য জরুরী অপারেশন প্রয়োজন। কিন্তু অপারেশনে প্রায় তিন লাখ টাকা দরকার। কিন্তু ঐ পরিমাণ টাকা তার গরীব বাবা-মার পক্ষে বহন করা সম্ভব নয়। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে।
ছেলের জীবন বাঁচাতে তার বাবা ও মা প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, সমাজের বিত্তবান ব্যক্তি, অর্থশালী,ব্যবসায়ী ও সমাজসেবীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা ঃ আবুল কালাম মোল্লা, পিতা: ছাত্তার মোল্লা শ্মশানকান্দি, থানা: শাজাহানপুর, জেলা: বগুড়া। মোবাইল ও বিকাশ নম্বর-০১৭৪০-৯৫০৮৪৩। একাউন্ট নম্বর: আবুল কালাম মোল্লা, সাউথ ইষ্ট ব্যাংক : ০০১২১০০০০২৯৬৬।

 
         
 
 
 
 
 
 
 
 
 
