এমপি হাবিবর রহমানের ফেসবুক আইডি হ্যাক
_PIC-12.10_.2019_.jpg) 
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমানের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তাঁর সুনাম-খ্যাতি নষ্ট করার পাশাপাশি যে কোন ধরণের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে ফেসবুক আইডিটি হ্যাক করেছে সংঘবদ্ধ হ্যাকাররা।
এ ঘটনায় আজ শনিবার দুপুরে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। ইতিমধ্যে আইডিটি উদ্ধারে কার্যক্রমও শুরু করেছে পুলিশ। এদিকে ওই আইডি ব্যবহার করে অনাকাংখিত পোষ্ট, রিকোয়েস্ট বা কোনও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং বিষয়টি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতেও অনুরোধ করা হয়েছে।
এই সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি (পিএস) কোরবান আলী মিলন এই তথ্য নিশ্চিত করে জানান, গত শুক্রবার দিনগত রাত অনুমান সাড়ে ১২টার দিকে স্যারের ব্যক্তিগত ফেসবুক আইডি (ঐধনরনধৎ জধযধসধহ গঢ়) মোবাইল ফোন-০১৭১১-৮৭৫২৯১, হ্যাক করেছে সংঘবদ্ধ হ্যাকাররা। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি ব্যবহার করছেন। কিন্তু কোন কু-চক্রী মহলের যোগসাজসে অজ্ঞাতনামা হ্যাকাররা এই কাজ করেছে। ফলে অনেক চেষ্টা করেও ওই আইডি খোলা যাচ্ছে না। হয়তো এমপি স্যারের সুনাম-খ্যাতি নষ্ট করাসহ যে কোন ধরণের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে এহেন কাজটি করা হয়েছে। তাই বিষয়টি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ঘটনাটি জানিয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়। এরপরপরই আইডিটি ফেরত পেতে পুলিশের সাইবার ক্রাইম শাখা ইতিমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি ঘটনায় জড়িত হ্যাকারদের চিহিৃত করে দ্রুততম সময়ের মধ্যেই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাত ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।

 শেরপুর (বগুড়া) প্রতিনিধি
                    
                শেরপুর (বগুড়া) প্রতিনিধি             
             
 
 
 
 
 
 
 
 
 
