বগুড়ায় আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন
 
শনিবার সুশাসনের জন্য নাগরিক সুুজন-বন্ধুু সরকারি আজিজুল হক কলেজ বগুড়া শাখার উদ্যোগে সাতমাথায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশবিদ্যালয় (বুয়েট) এর মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন পালিত হয়।
উক্ত মানবন্ধনে সভাপতিত্ব করেন সুজনবন্ধু- সুশাসনের জন্য নাগরিক, সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি মোঃ আরাফাত রহমান, সাধারন সম্পাদক মোঃ রেজ্উাল করিম তানসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার সম্মানিত সাধারন সম্পাদক মোঃ হুমায়ন ইসলাম তুহিন, ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ সহ জেলা, বিভিন্ন উপজেলা, সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্যবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত বক্তাগন এই নারকীয় পৈশাচিক হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্র্রুুত বিচার ট্র্রাইব্যুনালে দৃৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। এছাড়াও এই পরিকল্পিত হত্যাকান্ডের ইন্ধনদাতা সহযোগীদেরও শাস্তি দাবী করেন। বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে হল প্রোভোষ্ট ও উপাচার্যের দায়িত্ব অবহেলার জন্য পদত্যাগ দাবী করেন ।
উক্ত মানববন্ধনে সুজনবন্ধু- সরকারি আজিজুল হক কলেজ নেতৃবৃন্দ ছাড়াও কাহালু সরকারি ডিগ্রী কলেজ শাখা, কাহালু মালঞ্চা ্আজিজুল হক মেমোরিয়াল কলেজ শাখা, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” সহ সুজন বগুড়া জেলা শাখার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ আঃ সাত্তার, আবু মুসা, মোঃ আলমাস খান, কানিজ রেজা, আইনুর রহমান রুবেল, মামুনুর রশিদ শাহিন, হাফিজার রহমান মন্টু, রিফাত হাসান,আল মামুন, সেলিম রেজা সানু রফিকুল ইসলাম, হোসেন রহমান, শাওন, আহসান হাবিব, আশিকুল ইসলাম, সাব্বির রহমান, রাকিব, জাহিদ হাসান, মুকিম মাহমুদ,ও রুনা খাতুন সহ অন্যান্ন নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে উপস্থিত অতিথি ও বক্তা গন বিশ^বিদ্যালয় হল গুলোতে ছাত্র রাজনীতির আধিপত্য, সিনিয়রদের দাপট, গেষ্টরুমে নির্র্যাতন ও র্যাগিং এর নামে অম্লীল, শারিরিক ও মানসিক নির্যাতন বন্ধ, সিট বরাদ্দের রাজনীতি, মাদক সেবন, রাজনৈতিক কর্মসূচীতে যেতে বাধ্য করা, মত প্রকাশে হস্তক্ষেপ, বিচার হীনতার মানসিকতা বন্ধের জোর দাবী জানান। আবরার ফাহাদের মত যাতে আর কাওকে জীবন দিতে না হয় এজন্য দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 ষ্টাফ রিপোর্টার
                    
                ষ্টাফ রিপোর্টার             
             
 
 
 
 
 
 
 
 
 
