আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের হ্রাস করি” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, আত্রাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শ্রী নিতায় চন্দ্রসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, সূধীজন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
                    
                 আত্রাই (নওগাঁ) প্রতিনিধি              
             
 
 
 
 
 
 
 
 
 
