দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সজযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধু আর্ন্তাজিক সম্মেলন কেন্দ্র হতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
পরে উপজেলা প্রকৌশলী রবিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ,এম আশরাফুল আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মাহবুব হাসান চৌধুরী, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজ নেওয়াজুল কবির, তথ্যসেবা কর্মকর্তা শাহ্রিন সুলতানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিকের ফায়ার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক এম, সরওয়ার খান, সৌর বিদ্যুৎ প্রকল্পের ম্যানেজার শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য কার্যালয়ের সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউল ইসলাম প্রমুখ। এদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় নির্মানকৃত ১১হাজার ৬’শ ৪টি দুর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন করেন। এ প্রকল্পের আওতায় দুপচাঁচিয়া উপজেলায় ১২টি দুর্যোগ সহনীয় বাসগৃহও অন্তর্ভুক্ত ছিল।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি