প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ২১:৪৪

কাহালুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রোববার বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনুর আলম, উপজেলা সমবায় অফিসার মির্জা জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ। র‌্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে বিটিভিতে প্রচারিত দিবসটি উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য সরাসরি দেখানো হয়। পরে এক সচেতনতা বৃদ্ধি সভা, সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং উপজেলার ১১জন গৃহহীনদের মাঝে ২০১৮-১৯ ইং অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার (কাঠামো) কর্মসূচীর বিশেষ বরাদ্দের আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের চাবি হস্তান্তর করেন কাহালু উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান।

উপরে