প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ২১:৫০

শিবগঞ্জে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল রবিবার এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিক্ষক আতাউর রহমান মন্ডল, আজিজার রহমান, ইউপি চেয়ারম্যান এসএম রূপম, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, ব্যবসায়ী হাফিজার রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।  অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতা এবং কলেজ মাঠে উপজেলা ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে অগ্নি নিরাপক মহরা অনুষ্ঠিত হয়। এর আগে কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে  উপজেলা চত্বরে প্রতীক উদ্বোধন করেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।

উপরে