আবরার ফাহাদ হত্যাকান্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বগুড়ায় মানব বন্ধন
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ এর নৃশংস হত্যাকান্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বগুড়ায় মানব বন্ধন হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের সাতমাথায় নর্থবেঙ্গল ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বগুড়ার উদ্যোগে এই মনববন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, গত ৬ তারিখ রাতে বুয়েটে আবরারকে ডেকে নিয়ে নির্মমভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করে। হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তাই বিচারহীনতার সংস্কৃতি পরিহার করে দ্রুত বিচার কার্য সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 ষ্টাফ রিপোর্টার
                    
                ষ্টাফ রিপোর্টার             
             
 
 
 
 
 
 
 
 
 
