নন্দীগ্রামে গোয়াল ঘড়ে আগুন,অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পল্লীতে গোয়াল ঘড়ে আগুন দিয়ে অর্ধলক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে। তবে প্রতিহিংসার জেরে দূবৃওরা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। জানা গেছে, উপজেলার থালতামাঝ গ্রাম ইউনিয়নের জামালপুর গ্রামের প্রভাষক শহিদুল ইসলামের গোয়াল ঘড়ে গত রোববার রাতে দূবৃওরা আগুন ধরিয়ে দেয়। এতে গোয়াল ঘড়ের ভিতরে থাকা মুল্যবান কাঠ,খড়ি,সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
স্থানীয়দের অনুমান অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।এসময় স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ক্ষতিগ্রস্থ প্রভাষক শহিদুল ইসলাম বলেন,জামালপুর গ্রামের ফরহাদ নামের ব্যক্তি নানাকারনে-অকারনে আমার পরিবারের ক্ষতি করে থাকেন। আমার ধারনা ওই ব্যক্তিদের নেতৃত্বে আমার গোয়াল ঘড়ে আগুন লাগনো হয়েছে।এতে আমার প্রায় ৫০হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।বিষয়টি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শওকত কবির নিশ্চিত করে বলেন,এই বিষয়ে থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। উল্লেখ্য ইতিপূর্বে প্রভাষক শহিদুল ইসলামের ২টি খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ২০০৩সালে গোয়াল ঘড়ে আগুন লেগে ২টি গরু ও দুটি ছাগল মারা গেছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি