পরিকল্পিত ভাবে ফেলে দিয়ে করতোয়া নদীতে টাকা ভেসে যাওয়ার গুজব
বগুড়ায় করতোয়া নদী দিয়ে হাজার হাজার টাকা ভেসে যাচ্ছে এই গুজবে হঠাৎ শত শত মানুষের ভিড় পড়ে যায় শহরের ফতেহআলী ব্রিজ এলাকায়। সোমবার রাতে এমন খবরে আবারো ব্যস্ত হয়ে পড়ে সারা শহরের মানুষ এবং সাংবাদিকবৃন্দ। আর গুজব সৃষ্টি করে মানুষের জমায়েত হলে এতে সুযোগ নেয় পকেটমার চক্র।হাজার হাজার টাকা ওমুক আর তমুক নিয়ে গেছে শোনা গেলেও কেউ নিজ চোখে দেখেনি সেই টাকা নেওয়ার দৃশ্য তবে ভিড়ের সুযোগে অনেকেরই পকেটে পকেটমার চক্রের হাত পড়েছে এমন অভিযোগ ঠিকই পাওয়া গেছে ঐ ভিড় থেকে। সরেজমিনের পরিদর্শনে ঘটনাস্থল থেকে দেখা যায়, করতোয়া নদীতে টাকার কোন অস্তিত্ব নেই তবে ফতেহআলী ব্রিজে রয়েছে শত শত উৎসুক
জনতার ভিড়। ভিড় যখন চরম পর্যায়ে এবং সাংবাদিকদের উপস্থিতি দেখে হঠাৎ নদীর নিচ থেকে ৫/৭’শ টাকা হাতে নিয়ে উঠে আসে
মানতাপট্টি এলাকার ক্যালা (ডাকনাম) নামক এক যুবক। তার আসার সাথে সাথেই শত শত মানুষ সারা শরীরে কাটা দাগ থাকা ঐ
যুবককে ঘিরে হৈ দিয়ে উঠে যার কারণে সাধারণ মানুষের অনেকেই পথিমধ্যে থেমে যায় প্রকৃত ঘটনাটি বুঝতে। সেই ভিড়ে গুজব না প্রকৃত ঘটনা এই সংবাদ সংগ্রহের কাজে আসা এটিএন নিউজের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার সাথে কথা বললে তিনি জানান, টাকা ভেসে যাওয়ার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত তার ধারণা। ভিড়ে তার পকেট থেকেও টাকা ও মোবাইল বের করে নেওয়ার চেষ্টা করেছে পকেটমারচক্র যা তিনি সচেতন থাকার কারণে সফল হয়নি। শুধু সাংবাদিক চপল সাহাই নয় গুজব সৃষ্টির মাধ্যমে এটি যে সাধারণ মানুষের পকেট কাটার ফন্দি তা বলছে ঘটনাস্থলে উপস্থিত থাকা অনেকেই। ফতেহআলী ব্রিজের উপর থাকা ভাসমান তরকারী দোকানীদের সাথে কথা বললে তারাও স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি। শোনা কথার উপর ভর করে তারাও বস্তা বস্তা টাকা নদীতে ভাসছে এই গুজবটিই নিজেদের মাঝে আলোচনা করছিল। উল্লেখ্য, বগুড়া শহরের ফতেহ আলী বাজার, ১ ও ২ নং রেলগেট,তিনমাথা, সেউজগাড়ি, মালতিনগর, পূর্ববগুড়া, চারমাথা সহ
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গুজব সৃষ্টি বা হঠাৎ কোন নাটক সৃষ্টি করে সাধারণ মানুষের পকেটকাটা আর বাটপারি এটি নিত্যদিনের ব্যাপার যা প্রতিনিয়ত ঘটাচ্ছে চেলোপাড়া এলাকার সান্দারপট্টিসহ বিভিন্ন পকেটমার চক্রের সদস্যরা। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি দৈনিক চাঁদনী বাজারকে জানান, করতোয়া নদীতে টাকা ভেসে যাচ্ছে বিষয়টি সম্পূর্ণ গুজব। সর্বোচ্চ ২/৩ জন কিছু খুচরা টাকা পেয়েছে মর্মে শোনা গেছে তবে তা সাধারণ মানুষের কাছ থেকে ভুলবশত নদীতে বা এর আশেপাশে পরে
যাওয়া টাকাই হবে বলে ধারণা তার। ঘটনাস্থলে পুলিশের ইন্সপেক্টর এর নেতৃত্বে বেশ কয়েকজন সদস্যও পরিস্থিতি স্বাভাবিক করতে
উপস্থিত ছিল বলেও জানান তিনি। সদর থানার ওসি বদিউজ্জামান আরো জানান, গতকাল সন্ধ্যায় ইতিমধ্যে উত্তর চেলোপাড়া সান্দারপট্টি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশকে সহায়তা করার আহবান জানিয়েছেন সদর থানার এই কর্মকর্তা।

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার